মদনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের স্মারকলিপি প্রদান

মদন প্রতিনিধি: ছয়দফা দাবী উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসানের মাধ্যমে প্রধা মন্ত্রী শেখ হাসিনার বরাবর বুধবার নেত্রকোনার মদনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় সাবেক কমান্ডার মোঃ ছদ্দু মিয়া,পৌর কমান্ডার একে এম শামছুল হক খসরু,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সাজেদুল করিম সাজু,যুগ্ন-আহ্বায়ক কামরুল ইসলাম,পৌর আহ্বায়ক উজ্জল রহিম,সদস্য সচিব আদনান ভূঁইয়া টিপু প্রমূখ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।