নেত্রকোণায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি: মুক্তিযোদ্ধাদের সন্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন করার দাবীতে বুধবার নেত্রকোনায় বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ও সদর উপজেলা ইউনিট ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেলা সেক্টরস কমান্ডার ফোরামের সভাপতি মোঃ সামছুজ্জোহা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সভাপতি নুরুল আমিন, ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, মোজাম্মেল হক বাচ্চু, সদর উপজেলার সাবেক কমান্ডার আইয়ুব আলী, জেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক ওমর ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খায়রুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক গাজী মোর্তুজা হোসেন কামাল, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু ও মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমূখ। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। পরে জেলা প্রশাসক মঈনউল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মাকলিপি প্রদান করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।