দুর্গাপুরে নদী রক্ষা কমিটির মত বিনিময়

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নদী রক্ষা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা র্নিবাহী র্কমর্কতা মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস,জাতীয় নদী রক্ষা কমিশন সদস্য মো: আলাউদ্দিন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, পৌর মেয়র আব্দুস ছালাম, দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দসহ সকল ইউপি চেয়ারম্যানগণ। অনুষ্ঠানে বক্তারা সোমেশ্বরী নদী রক্ষায় নদীর গভীরতা সংস্কারের দাবী জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।