
কলমাকান্দা থেকে শেখ শামীম: কলমাকান্দায় নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা এলাকায় প্রায় দুই যুগ পূর্বে নির্মিত ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। এলাকাবাসী জানান, নাজিরপুর ভায়া পাঁচকাঠা টু কলমাকান্দা এলজিইডি রাস্তায় ১২টি গ্রামের লোকজনের সুবিধার্থে এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মানের পর থেকে এখন পযন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। নাজিরপুর হাট-বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজারো লোকজন এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন চলাফেরা করছে। তাছাড়া সেতুটিতে সংযোগ সড়ক না থাকায় অনেকে মাথায় ও কাদে করে মালামাল নিয়ে যাচ্ছেন। উভয়পাশে কাঠের মই দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচলের সবচেয়ে বেশি বিপাকে পরছে মহিলা ও শিশুরা। এ ব্যাপারে নাজিরপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল কুদ্দুছ বাবুল বলেন কুট্টাকান্দা সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বার বার যোগাযোগ করলেও কোন উদ্যোগ নেননি। এই ঝুঁকিপূর্ণ সেতুটিকে অতিদ্রুত সংস্কারের উদ্যোগ নিয়ে শিক্ষার্থীসহ হাজারো গ্রামবাসীরদের দুর্ভোগ থেকে মুক্তি দিতে জোর দাবী জানিয়েছেন শিব নগরকান্দাপাড়া মাদ্রাসার সুপার লুৎফুর রহমান।