নেত্রকোণায় বিনামূল্যেচক্ষু শিবির অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: রোটারী ক্লাব অব ঢাকা’র উদ্যোগে বিএনএসবি চক্ষু হাসপাতাল নেত্রকোনার ব্যবস্থাপনায় রবিবার কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে চক্ষু শিবির উদ্বোধন করেন রোটারী ক্লাব অব ঢাকা’র সম্মানিত সদস্য, সাবেক সেনা প্রধান লেঃ জেনারেল হারুন-অর-রশিদ (বীর প্রতীক)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, বিএনএসবি নেত্রকোনার সমন্বয়কারী মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আইয়ুব আলী, কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম, প্রধান শিক্ষক মতিয়র রহমান আকন্দ ও আব্দুল হাকিম প্রমূখ।
বিএনএসবি নেত্রকোনার সমন্বয়কারী মতিউর রহমান তালুকদার জানান, বিনামূল্যে চক্ষু শিবিরে প্রায় ৫ শতাধিক রোগীকে প্রাথমিক পরিক্ষা নিরীক্ষার পর ২ শতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।