একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদের মৌখিক পরীক্ষা শুরু

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদে মৌখিক পরীক্ষার শুরু হচ্ছে সোমবার থেকে। ১১৬ জন করে পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হবে পাঁচ দিন।
নেত্রকোণা জেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদে লিখিত পরীক্ষার উর্ত্তীণ মোট ৫৮০ জন পরীক্ষার্থী। মৌখিক পরীক্ষা গ্রহনের জন্য নেত্রকোণা জেলা প্রশাসকের অফিস কক্ষে নিন্মরুপ সময়সুচী নির্ধারণ করা হয়েছে। সময়সুচী হলো ২৩ এপ্রিল সকাল ৯ ঘটিকা হতে রোল নং ২৩৩৩১০০০৪২ থেকে ২৩৩৩১০১৭০৯ পর্যন্ত ৫৮ জন।বিকাল ২ ঘটিকা হতে ২৩৩৩১০১৭২৯ থেকে ২৩৩৩২০১২১৮ পর্যন্ত ৫৮ জন। ২৪ এপ্রিল সকাল ৯ ঘটিকা হতে রোল নং ২৩৩৩২০১২৫৭ থেকে ২৩৩৩২০৩০৭১ পর্যন্ত ৫৮ জন। বিকাল ২ ঘটিকা হতে ২৩৩৩২০৩১২১ থেকে ২৩৩৩২০৫০৩৩ পর্যন্ত ৫৮ জন।
২৫ এপ্রিল সকাল ৯ ঘটিকা হতে রোল নং ২৩৩৩২০৫০৮৩ থেকে ২৩৩৩২০৬৬৬০ পর্যন্ত ৫৮ জন। বিকাল ২ ঘটিকা হতে ২৩৩৩২০৬৬৭৩ থেকে ২৩৩৩২০৮০০৪ পর্যন্ত ৫৮ জন। ২৬ এপ্রিল সকাল ৯ ঘটিকা হতে রোল নং ২৩৩৩২০৮০২৯ থেকে ২৩৩৩২০৯৭৬০ পর্যন্ত ৫৮ জন। বিকাল ২ ঘটিকা হতে ২৩৩৩২০৯৮১৮ থেকে ২৩৩৩২১১১৬৬ পর্যন্ত ৫৮ জন।
২৮ এপ্রিল সকাল ৯ ঘটিকা হতে রোল নং ২৩৩৩২১১১৮০ থেকে ২৩৩৩২১২৭৭৭ পর্যন্ত ৫৮ জন।বিকাল ২ ঘটিকা হতে ২৩৩৩২১২৮১৫ থেকে ২৩৩৩২১৪৩৩৫ পর্যন্ত ৫৮ জন।
রোববার বিকেলে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মঈনউল ইসলাম সাংবাদিকদের জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদে লিখিত পরীক্ষার উর্ত্তীণ হয়েছে তাদের পাঁচ দিনে ভাইভা নেয়া হবে। নিয়োগের ব্যাপারে কারো সাথে কোনো প্রকার লেনদেন না করার আহবান জানান তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।