লালকুঠি দরবার শরীফে শান্তি মা’র মৃত্যু বার্ষিকী পালিত

মদন প্রতিনিধি: ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফের পীর মা হযরত বেগম জীবন্নেসা ছাইফ (শান্তির মা) তৃতীয় মৃত্যু বার্ষিকী দেশ ও জাতীর কল্যাণ কামনা করে আখেরী মোনাজাতে রোববার সকালে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ও রোববার পবিত্র দরবার শরীফে মহাপবিত্র ফাতেহা পাঠ ও পীর মার জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ২১ এপ্রিল পীর মা ইন্তেকাল করেন।
মুজাদ্দেদীয়া তরিকত মিশন লালকুঠি দরবার শরীফের বর্তমান গদিনীশিল পীরজাদা হযরত মাওলানা শাহ খাজা রেজাউল হক মুজাদ্দেদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছোট পীরজাদা হযরত মাওলানা আলাউল হক আল মুজাদ্দেদী, মাওলানা সোয়েব উদ্দিন, মাওলানা শহীদুল পাঠান, মাওলানা কসিম উদ্দিন, মাওলানা জব্বার আল মুজাদ্দেদী, লেখক আব্দুল হামিদ প্রমূখ। দেশের বিভিন্ন এলাকা থেকে শতশত আশেকান, জাকেরান ও মুরিদানগণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।