আটপাড়ায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

স্টাফ রির্পোটার: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের উপর দিয়ে গত শনিবার গভীর রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টার দিকে শুনই ইউনিয়নের দরবেশপুর, ভোগাপাড়া, মনসুরপুর, পিয়াজকান্দি গ্রামের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। কয়েক মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড়ে এসব গ্রামের প্রায় শতাধিক কাঁচা আধা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ভেঙ্গে পড়ে অসংখ্য গাছপালা, অনেক স্থানে ফসলের ক্ষতি হয়।
খবর পেয়ে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদা আক্তার রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দেন। তিনি জানান, কালবৈশাখী ঝড়ে শুনই ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে আনুমানিক ৪০টি পরিবার সম্পুর্ণভাবে এবং ৫১টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।