
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া নয়াপাড়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ও পুনমির্লনী হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান কয়েক হাজার শিক্ষার্থীর মিলন মেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর সহপাঠীর সঙ্গে দেখা হওয়ায় তারা একে অপরকে বুকে জড়িয়ে ধরছেন।
শনিবার বিকেলে সাবেক সাংসদ ও ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,বিদ্যালয়ের সাবেক সভাপতি মক্তিযোদ্ধের সংগঠক ও সাবেক সাংসদ এম জুবেদ আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে উৎসব উদযাপন কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, স্থানীয় সাংসদ ইফতেকার উদ্দিন তালুকদার, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাংসদ ছবি বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল কাদের কোরাইশী, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফারুক আহমেদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, স্বাবলম্বী’র নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক নূর খান মিঠু,জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম,কেন্দুয়া পৌরসভার চেয়ারম্যান আসাদুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হাসান প্রমুখ। এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত রায়। বিকেলে স্মৃতিচারণা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এসময় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার সকল প্রকার গঠনমূলক সমালোচনা গ্রহণ করে ও তা গুরুত্ব দিয়ে সমাধান করে। প্রশ্নপত্র ফাঁস নামক সংক্রামক ব্যাধি আমরা ৯১ সাল থেকে উত্তোরাধিকার সূত্রে পেয়েছি। তা নির্মূল করতে সময় লাগছে। তবে দ্রুত সকল প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা হবে। আমরা অতিদ্রুত এই প্রশ্ন ফাঁস বন্ধ করতে চেষ্টা করছি। খোঁজ নিয়ে দেখেছি এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনা তাঁর পরিবারের সবাইকে হারিয়ে তিনি শুধু এই দেশের উন্নয়ন ও দেশের মানুষকে নিয়েই ভাবেন। গরিব শিক্ষর্থীদের কথা ভেবে বর্তমান সরকার বিভিন্ন ধরনের উপবৃত্তি চালু করেছে, বিনামূলে বই প্রদানসহ শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার তাই করছেন। এ ছাড়া মন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের নৈতিক উপদেশ দিয়ে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে বলেন। স্থানীয় লোকজনের দাবির পেক্ষিতে তিনি বলেন, দেশের সকল শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হলে এই নয়াপাড়া উচ্চ বিদ্যালয়টিকে প্রথম সারিতে রাখা হবে।’ এর আগে মন্ত্রী নেত্রকোণার সদর উপজেলার মদনপুরে অবস্থিত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রা:) এর মাজার জিয়ারত করেন। এ সময় জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুুলিশ সুপার জয়দেব চৌধুরী,জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারসহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।