মদনে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

মদন প্রতিনিধি: নেত্রকোনার মদনে বৃহস্পতিবার রাতে কাল বৈশাখী ঝড়ে উপজেলার ফতেপুর,তিয়শ্রী,নায়েকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার শতাধিক কাচাঁঘর ,আম-কাঠাঁল ও পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়,বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে বারটার দিকে পশ্চিম-উত্তর দিক থেকে কাল বৈশাখী ঝড়টি উপজেলার ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে হানা দিয়ে ৩৫টি ঘরসহ আশেপাশের নায়েকপুর, তিয়শ্রী ইউনিয়নের শতাধিক কাচাঁ ঘর বিধ্বস্ত ও আম-কাঠাঁল পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়।
ধানকুনিয়া গ্রামের আব্দুল আজিজ, রেনু মিয়া, হাবুল, মানিক খাঁ জানান, বৃহস্পতিবার রাতে আকাশে হঠাৎ বজ্রপাত ঘটে গুড়ি গুড়ি বৃষ্টি নিয়ে ধমকা হাওয়া মুহূর্তের মধ্যে পশ্চিম-উত্তর দিক থেকে আমাদের গ্রামে আঘাত করে। এতে আমাদের বসতঘরসহ আম-কাঠাঁল ও পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়টি ধানকুনিয়া গ্রামের ৩৫টি ঘরসহ ইউনিয়নের অর্ধশতাধিক কাচা ঘর বিধ্বস্ত আম-কাঠাঁল ও পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদেও মধ্যে অনেকেই দুরাবস্থায় আছে। এদের সরকার কর্তৃক সম্ভ্যাব সব ধরণের সহযোগিতা করার পদক্ষেপ নেয়া হবে।
এ ব্যাপারে ইউএও মোঃ ওয়ালীউল হাসান জানান, ঝড়ে লোকজনের ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পেয়েছি। পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ছ্ড়াা, আগের রাতে নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমীর ৬ষ্ট ও ৭ম শ্রেনির ঘরসহ এলাকার অর্ধশতাধিক কাচা ঘর বিধ্বস্ত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।