মোহনগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে পরকীয়ার জেরে বৃহস্পতিবার দুপুরের দিকে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহত স্ত্রীর স্বামীকে আাটক করেছে পুলিশ।
এঘটনায় আটক হয়েছে মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামের আব্দুল জলিল (৩৫)। নিহত স্ত্রী তিন সন্তানের জননী হেলেনা আক্তার (৩০)। তিনি একই উপজেলার মাগান ইউনিয়নের মানশ্রী গ্রামের শামছুদ্দিনের মেয়ে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাৎ আলী জানান, স্ত্রী হেলেনা স্বামীর সৎভাই শহীদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে বেশকিছুদিন ধরে পারিবারিকভাবে অশান্তি চলছিল। এর জেরে নিজ বাড়িতে স্ত্রীকে দা দিয়ে কোপিয়ে হত্যা করে স্বামী আব্দুল জলিল। ঘটনাস্থলেই মারা যায় হেলেনা। পরে এলাকাবাসি আব্দুল জলিলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।