ত্রিশালে নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে নবদূত ক্রীড়া চক্রের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও উন্নয়নশীল বাংলাদেশ স্বীকৃতি উদ্যাপন উপলক্ষে নাইট ফুটবল ম্যাচ গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় নজরুল একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পায়রা উড়িয়ে নবদূত ক্রীড়া চক্রের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন ও খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট রেজা আলী। নজরুল একাডেমীর প্রধান শিক্ষক নবদূত ক্রীড়া চক্রের সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক এডভোকেট জিয়াউল হক সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, নজরুল ডিগ্রী কলেজের সাবেক ভিপি আব্দুল মোতালেব, ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ তরফদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন নবদূত ক্রীড়া চক্র ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমরান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবদূত ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মিয়া। খেলায় নবদূত ক্রীড়া চক্রের হোয়াইট রোজকে ২-১ গোলে পরাজিত করে ব্ল্যাক রোজ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।