
বিশেষ প্রতিনিধি : কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে দেশে অরাজকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৬ দফা দাবী জানিয়ে বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে নেত্রকোনার মুক্তিযোদ্ধাবৃন্দ।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থেকে বুধবার সকাল ১১টার দিকে জেলা সেক্টর্স কমান্ডার ফোরামের সভাপতি মোঃ সামছুজ্জোহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গাজী মোর্তুজা হোসেন কামালের নেতৃত্বে বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ সময় সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, মোজাম্মেল হক বাচ্চু, সুব্রত ঘোষ, সন্তান কমান্ডের গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাইফুল ইসলাম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা নির্বার্হী অফিসারের মাধ্যমেও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।