
কেন্দুয়া প্রতিনিধি: মঙ্গলবার সকালে হয়ে যাওয়া শিলা বৃষ্টিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া, বলাইশিমুল, দলপা ও রোয়াইলবাড়িসহ বিভিন্ন ইউনিয়নের হাওরগুলোতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ শিলা বৃষ্টিতে কাঁচা ও আধাপাকা বোরো ধান গাছ থেকে ঝরে যাওয়ায় কৃষকরা চরম হতাশার মধ্যে পড়েছেন।
এদিকে ক্ষতির পরিমাণ জানতে ও কৃষকদের খোঁজ-খবর নিতে মাঠে কাজ করছেন স্ব স্ব ব্লকের উপ সহকারি কৃষি কর্মকর্তারা। তবে সুনির্দিষ্ট করে ক্ষতির পরিমাণ বলতে না পারলেও ৫০ হেক্টরেরও বেশি জমির বোরো ধান ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র।
উপজেলার আশুজিয়া ইউনিয়নের নগুয়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন নয়ন জানান, আমাদের এলাকার কৃষকরা একেবারে সর্বশান্ত। আর কয়েকদিন পরই আমরা পাকা ধান ঘরে তুলতে পারতাম। কিন্তু সেই স্বপ্ন এখন ফিকে হয়ে গেছে। আমার প্রায় ৪ একর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির শিকার কৃষকরা এখন কান্নাকাটি করছেন। নগুয়া ছাড়াও আশুজিয়া ইউনিয়নের ভটেরগাতী, রাজিবপুর, চন্দপাড়া, ভগবতীপুর, সিংহেরগাঁও ও উত্তর আশুজিয়াসহ সবকটি গ্রামের কৃষকেরই বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র শিলা বৃষ্টিতে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করে বলেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সত্য। আমি নিজেও কৃষকদের ক্ষতির চিত্র দেখতে মাঠে গিয়েছিলাম এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করতে ও কৃষকদের খোঁজ-খবর নিতে উপসহকারি কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছে। আপাতত ৫০ হেক্টরেরও বেশি বোরো জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষতির পরিমাণ আরো বাড়বে।