বাংলা নববর্ষে নেত্রকোণার চার গুণীকে সম্মাননা

বিশেষ প্রতিনিধি: স্বাবলম্বী উন্নয়ন সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অধীনে বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে নেত্রকোণার চার গুণীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
পহেলা বৈশাখে নেত্রকোণার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের রায়দুমরুহী গ্রামে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: সাবিহা সুলতানা, সহকারী কমিশনার ভূমি বুলবুল আহম্মেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত জামিল সৈকত প্রমুখ।
অনুষ্ঠানে শোভাযাত্রা,রাখী বন্ধন,খই-মুড়ি খেলনা খাবার,নবীন-প্রবীণের মেলা, ক্রীড়া প্রতিযোগিতায় এলাকার যুব সমাজ ও প্রবীণসহ সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় নবীনরা-প্রবীণকে এবং প্রবীণরা-নবীনকে হাতে রাখি পড়িয়ে দেন । পরে নবীন-প্রবীণের অংশগ্রহণে ফুটবল, হাডুডু, দৌড়, হাঁটা, হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিতে অধ্যাপক মতীন্দ্র সরকার, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহীম, নারী জনপ্রতিনিধি হিসেবে তুহিন আক্তার ও লোকসঙ্গীত শিল্পী বিভা রানী চক্রবর্তীকে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সম্মাননা প্রদান করা হয়। পরে সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নেত্রকোনা জেলা সংসদ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।