
বিশেষ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় বাংলা নববর্ষ পালিত হয়েছে। সকাল সোয়া নয়টায় শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সরকারী বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশগ্রহন করেন।