
কেন্দুয়া প্রতিনিধি: সমবায় বিভাগের অধীনে সমবায়ীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচি ২০১৮ এর আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘আধুনিক চাষাবাদ ও পরিবেশবান্ধব কৃষি’ বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা সমবায় অফিসের আয়োজনে গতকাল রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা সমবায় অফিসার মো. আজিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার রবিশংকর পাল, উপজেলা কৃষি অফিসার চন্দন কুমার মহাপাত্র, সমবায় জেলা কার্যালয়ের পরিদর্শক মঞ্জুরুল হক ও সমবায় জেলা কার্যালয়ের প্রশিক্ষক ফেরদৌস আলমগীর। প্রশিক্ষণে সমবায় অফিসের নিবন্ধনকৃত উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশ নেন।