কলমাকান্দায় বাংলা নববর্ষ পালিত

কলমাকান্দা প্রতিনিধি: কলমাকান্দায় শনিবার উপজেলা প্রশাসন কর্তৃক বর্ষবরণ উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন স্থানীয় এমপি ছবি বিশ্বাস, ইউএনও আরিফুজ্জামান, আঞ্জুমান আরা বেগম, সুলতান গিয়াস উদ্দিন, ইসলাম উদ্দিন, অধ্যক্ষ আব্দুল হাই, ইলিয়াস হোসেন কোকিল, কামরুন্নাহার, পলাশ কান্তি বিশ্বাস ও বিপ্লব সাহা প্রমূখ। অপরদিকে বিশরপাশা এভারগ্রীন কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক বিপ্লব সাহা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে বিশাল শোভাযাত্রা, আলোচনা সভা ও নাটক মঞ্চস্ত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।