
বিশেষ প্রতিনিধি: নকল কষ্টিপাথরসহ নেত্রকোনায় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শহরের উকিলপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নেত্রকোনা পৌর শহরের মঈনপুর এলাকার আহমদ আলী, মোহনগঞ্জ উপজেলার পালগাঁও গ্রামের মঞ্জুরুল ইসলাম ও উকিলপাড়া এলাকার সেলিম আলম। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান জানান, পুলিশ সদস্যদের নিয়ে তিন প্রতারককে আটক করেছেন তিনি।