মদনে শিক্ষকদের বরণ-বিদায় অনুষ্টান

মদন প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উদ্যেগে বৃহস্পতিবার পাবলিক হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হকের বিদায় ও নব্য যোগদানকৃত ৩২ জন প্রধান শিক্ষককে বরণের অনুষ্টান অনুষ্টিত হয়। প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হক, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ আল আমিন তালুকদার,সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রিসোর্স কর্মকর্তা দুলাল সেন,প্রধান শিক্ষক জসিম উদ্দীন আহম্মদ, কামরুজ্জামান রফিক ও যোগদানকৃত প্রধান শিক্ষক আতিকুর রহমান প্রমূখ।
মদন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হক সম্প্রতি পদোন্নতি পেয়ে মাগুরা জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন এবং সদ্য ৩২জন সহকারি শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হিসাবে কাজে যোগদান করায় এ অনুষ্টানের আয়োজন করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।