
মদন প্রতিনিধি : নেত্রকোনার মদনে অগ্নিকান্ডে দোকান ঘরসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে এক খবর পাওয়া গেছে। বুধবার রাতে পৌর সভার মদন বাজারে সোনা মিয়ার জুতার দোকানে এ ঘটনা ঘটে। এ সময় পাশের দেবদাসের লন্ডীর দোকান ঘর ও পুড়ে ছাই হয়ে গে
দোকান মালিক সোনা মিয়া জানান,প্রতি দিনের ন্যায় ব্যবসার কাজ শেষে দোকান বন্ধ করে বাসায় চলে গেলে রাত আনুমানিক ১ টার সময় আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে দেখি
বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিক ভাবে অবগত করেছি।