নেত্রকোণায় ‘ধর্ষণের বিরুদ্ধে হউক প্রতিরোধ’ শ্লোগানে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: ‘ধর্ষণের বিরুদ্ধে হউক প্রতিরোধ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার নেত্রকোনা পৌর সড়কে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় । বেসরকারি সংগঠন আইইডির ব্যবস্থাপনায় এবং জনউদ্যোগ আয়োজিত বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে উদীচী শিল্পী গোষ্ঠী, প্রকৃতি বাঁচাও আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, কৃষক সমিতি, জনউদ্যোগ, আরজেএফ, উন্মেষ উচ্চ বিদ্যালয় এবং মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করে। মানববন্ধন চলাকালে ধষৃকের বিরুদ্ধে সোচ্চার, ধর্ষণকারির দ্রুত বিচার এবং নারীদের চলাচলে সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক রাতুল বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ম,কিবরিয়া চৌধুরী হেলিম, আরজেএফ সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক আলপনা বেগম, মহিলা পরিষদ সম্পাদক তাহেজা বেগম, জেলা বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি সজীব সরকার রতন এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।