নেত্রকোণায় ডেভেলপমেন্ট কাপ ফুটবলের বাছাই পর্ব শুরু

বিশেষ প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় শুরু হয়েছে ডেভেলপমেন্ট কাপ ফুটবলের প্রস্তুতি ও খেলোয়ার বাছাই পর্ব।
জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় শহরের মোক্তারপাড়া মাঠে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে ফুটবলের প্রস্ত্রতি ও বাছাই পর্বের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালিদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান,সহ-সভাপতি আবু নাসের তালুকদার মিলু,জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সারোয়ার হাসান রুবেল, ক্রীড়া শিক্ষক আজহারুল হক তুহিন প্রমূখ।
জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী জানান,প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন মুখলেছুর রহমান। কোচের দায়িত্ব পালন করেন আবু নাসের মিলু, শাহানুল কবীর মুন্না,আব্দুল আওয়াল। ফুটবল প্রশিক্ষণে নেত্রকোনার ১০ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন ফুটবল খেলোয়ার অংশ গ্রহন করেন। প্রাথমিক পর্যায়ে ২৪ জনকে বাছাই করে বিভাগীয় পর্যায়ে খেলার জন্য ৭ জনকে চুড়ান্ত পর্যায়ে নির্বাচিত করা হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।