জাদুকাঁটা নদীর ওপর এলজিইডির সেতুর নির্মাণ কাজের উদ্ভোধন আজ

হাবিব সরোয়ার আজাদ: সুনামগঞ্জের তাহিরপুর,বিশ্বম্ভরপুর, মধ্যনগর ধর্মপাশা সহ সীমান্ত এলাকায় বসবাসরত ১০ লাখ মানুষের স্বপ্নের সেতু সীমান্তনদী জাদুকাঁটার ওপর এলজিইডির দ্বিতীয় বৃহৎ সেতুর নির্মাণ কাজের উদ্ভোধন হচ্ছে বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে তাহিরপুরের কৃষক সমাবেশে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি আজ দুপুরে আজ দুপুরে এ সেতুর নির্মাণ কাজের উদ্ভোধন ও ভিক্তিপ্রস্থর স্থাপন করবেন।
মন্ত্রীর সাথে সফরসঙ্গী হবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।’
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ মন্ত্রীর আগমন এই সফরসূচির বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন।’
সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সুনামগঞ্জ -৫ আসেনর সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট. পীর ফজলুর রহমাস মিসবাহ এমপি, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুনন্নাহার বেগম শাহানা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন প্রমুখ উপস্থিত থাকবেন।’
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, তাহিরপুর উপজেলার সীমান্তনদী জাদুকাঁটা নদীর উপর বিন্নাকুলি-গড়কাটি ইসকন মন্দির খেয়াঘাট বরাবর প্রঅতমিক ভাবে ৮৬ কোটি ট্যাকা নির্মাণ ব্যায় সাপেক্ষে ৭৫০ মিটার দৈর্ঘ্যেরে এই সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এটি এলজিইডির নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু।’
নির্মাণাধীন এ সেতুর নামকরণের জন্য এলাকাবাসী ৩৬০ আউলিয়ার অন্যএু সঙ্গী হযরত শাহ আরেফিন (রহ.) ও সনাতন ধর্মালম্বীদের শ্রী অদ্বৈত প্রভুর নামানুসারে শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রি সেতু নামকরণের প্রস্তাব করেছেন।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।