সুনামগঞ্জে বর্জ্রপাতে কৃষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে আকস্মিক ঝড়ের সাথে বর্জ্রপাত পড়ে এক কৃষক ও অপর এক বিশ্ব বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীও প্রাণ গেল।’ বুধবার দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় পৃথক পৃথক ভাবে ওই দু’জন নিহত হন।
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হাওরে বোরো ধান কাঁটতে গিয়ে বজ্রপাত পড়ে জালু মিয়া (৪৫) নামের এক কৃষক নিহত হন। বুধবার বিকেলে কৈতক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় উপজেলার পুর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের মৃত মনাফ আলীর ছেলে কৃষক জালু মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দক্ষিণ সুনামগঞ্জের পুর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের কাঁচিভাঙ্গা হাওরে এ ঘটনাটি ঘটেছে। ’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি( তদন্ত) মো. আবুল কাশেম বর্জ্রপাতে কৃষক জালুর মৃত্যুর বিষয়টি বুধবার সন্ধায় নিশ্চিত করেন।’
অপরদিকে সুনামগঞ্জে বজ্রপাতে সোহেল মিয়া (২৩) নামের বিশ্ব বিদ্যালয়ে পড়–য়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্রীরামসী গ্রামের নিজ বাড়ির আঙিনায় দাড়িয়ে থাকার সময় ওই শিক্ষার্থীর ওপর বর্জ্রপাত পড়ে।’ তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের আদ্রিস আলীর ছেলে।’ নিহত সোহেল সিলেটের মদনমোহন বিশ্ব বিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।’
পুলিশ ও নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, উপজেলার মিরপুরের শ্রীরামসীর নিজ বাড়ির আঙিনায় বুধবার দুপুরে আকস্মিক ঝড়ের সাথে সোহেলের ওপর বর্জ্রপাত পড়লে তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে ঝলসে যায়।’ আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেè নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জগন্নাথপুর থানার ওসি মোঃ হারুন অর রশীদ চৌধুরী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী সোহেলের মৃত্যুর বিষয়টি বুধবার সন্ধায় নিশ্চিত করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।