
বিশেষ প্রতিনিধি : মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রি ও বেকারির খাবার তৈরিতে বিষাক্ত রং এবং মানবদেহের জন্য ক্ষতিকারক বিভিন্ন ফ্লেভার মিশানোর দায়ে নেত্রকোণার মদনে তিন ব্যবসায় প্রতিষ্ঠানে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ্ আলম জানিয়েছেন, এদিন বিকেলে মদনের পুরাতন বাজার এলাকায় মাতৃ বেকারীকে ২০ হাজার টাকা, স্টান্ডার্ড বেকারীকে ১০ হাজার টাকা ও নিউ ঔষধ ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার স্যানিটারি ইন্সসপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা মো. আজমল হোসাইন, মদনের স্যানিটারি ইন্সসপেক্টর মিতু সাহাসহ পুলিশ সদস্যরা। বিজ্ঞপ্তিতে বলা হয় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।