নেত্রকোণায় অর্ধশত বিএনপির নেতাকর্মী কারাগারে

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার,কলমাকান্দা,দূর্গাপুর,আটপাড়া ও পূর্বধলা উপজেলার নাশকতা ও বিষ্ফরক মামলায় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের ৫৩ জন নেতা-কর্মী কারাগারে পাঠিয়েছে আদালত। আজ দুপুরে নেত্রকোনা জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট কোর্টে পৃথক ভাবে হাজির করলে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদাণ করেন আদালত। এর আগে আটককৃতরা উচ্চ আদালত থেকে জামিন মুক্ত ছিলেন।
আটককৃতরা হচ্ছে, কলমাকান্দা উপজেলা যুবদলের সভাপতি নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক রফিকুজ্জামান রফিক,উপজেলা ছাত্রদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির,যুগ্ম-আহবায়ক আনোয়র হোসেন আজাদ আয়নল,রতন মিয়া,সৌরভ মিয়া,যুবদল নেতা নজরুল ইসলাম। এছাড়াও দূর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,যুগ্ম সম্পাদক হারেছ গনি, বিএনপির নেতা ,রুক্কু মিয়া,সবুজ মিয়া,নাজিম উদ্দিন আলম, শফিকুল ইসলাম, জুয়েল মিয়া, হান্নান সহ অন্যরা। এছাড়াও এসব মামলায় নেত্রকোনার ৭জন, আটপাড়ার ২৩জন, পূর্বধলা ৭ জন ও দূর্গাপুর –কলমাকান্দার ১৬ জন সহ মোট ৫৩ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠায় আদালত।
পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ বলেন, জেলা জজ আদালতে ১৬ জন সহ অন্যান্য কোর্টে ৩৭ জন বিএনপি নেতা-কর্মীর জামিন আবেদন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
এ ঘটনার তীব্রু নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু বলেন,দলীয় নেতা-কর্মীদের শুধু হয়রানি করার জন্যই শুধু এসব মামলা। নাশকতা করার আগেই মামলা হয় আর সেই মামলায় আমাদের নেতা-কর্মীদেও জেলে যেতে হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।