ত্রিশালে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল পৌরসহরের ২নং ওয়ার্ড হিন্দুপল্লিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেডের সহায়তায় এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেডের এটি ৫৯টি তম বাল্য বিয়ে বন্ধ।
সদ্য এসএসসি পরীক্ষাদেয়া বন্যা রাণী নামে শিক্ষার্থীর ১৭ এপ্রিল বিয়ে হওয়ার কথা ছিলো। জানতে পেরে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন, সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন, ব্রিগেড সমন্বয়কারী রফিকুল আলম নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেড টিমে সদস্যরা ওই শিক্ষার্থীর বাড়ীতে যান। পরে উপজেলা নির্বাহী অফিসার বন্যার বাবা-মা কে বাল্যবিয়ের সমস্যা গুলো বুঝিয়ে বলেন এবং শিক্ষার্থীর বাবা-মা নিজের ভুল বুঝতে পেরে মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিবেন না বলে অঙ্গিকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন বলেন, আমাদের ত্রিশালে ১শত ৩৬জন ব্রিগেড সদস্য রয়েছে। তারা সকলেই আনন্দ সাথে কাজ করে যাচ্ছে। বাল্য বিয়ের সংবাদ পাওয়া মাত্রই তারা ছুটে যাচ্ছে। এখন পর্যন্ত তারা ৫৯ টি বাল্য বিয়ে বন্ধ করেছে। আশা করি খুব দ্রুত ত্রিশাল উপজেলা বাল্য বিবাহ শূন্যের কোটায় চলে আসবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।