
বিশেষ প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে গত ৭ এপ্রিল নেত্রকোণা পৌর শহরের রাজুর বাজার এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে এক যুবকের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলায় আসামীরা হলেন নেত্রকোণা সদর উপজেলার বাইর চাপড়া গ্রামের মোঃ স্বাধীন মিয়া, রোমী, সোহরাব মিয়া, পারভেজ মিয়া, পলাশ মিয়া ,বড় আবু, মাসুম মিয়া, সুজন মিয়া সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন।
মামলার অভিযোগে জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার বালুয়াখালী গ্রামের মোঃ শাহজাহান সবুজ তালুকদারের ছেলে আজহারুল ইসলাম নয়ন গত ৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে রাজুর বাজার থেকে বাড়ি ফেরার পথে উপরোক্ত আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নয়নের উপর অতর্কিত হামলা চালায়। এতে নয়ন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্বার করে প্রথমে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশংকাজনক হলে নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হামলার সময় নয়নের পকেটে থাকা ১১,৭৫০ টাকা আসামীরা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।