কোটা প্রথা বাতিল না করার দাবীতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি : কোটা প্রথা বাতিল না করার দাবীতে মঙ্গলবার সকাল ১১টায় নেত্রকোণায় জেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা ইউনিট এর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক সভাপতি নূরুল আমিন খান, জেলা উদীচীর সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সভাপতি আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সুভাষ দত্ত, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খাইরুল ইসলাম বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গাজী মোক্তজা হোসেন কামাল,নেত্রকোণা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবা খানম শেফালি,বারহাট্টা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আনোয়ার হোসেন আজাদ সহ জেলার মুক্তিযোদ্ধাগণ।
পরে জেলা মুক্তিযোদ্ধা অফিসের থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা কোটা প্রথা বাতিল বন্ধের দাবী জানান। যদি তা বাতিল করা হয়, তাহলে কঠোর আন্দোলনের হুমকি দেন নেতৃবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।