
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে উপজেলা যুব লীগের সভাপতি এড: মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস স্বাক্ষরিত এই কমিটিতে সভাপতি পদে মো.ওমর ফারুক, সহ সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম, মো.আব্দুল জলিল, মো.আজিজুল হক, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক পদে আলমগীর হোসেন, জুয়েল মিয়া,ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক পদে লিটন মিয়া, রায়হান মিয়া ও আল ইমরান হোসেনকে সম্মানিত সদস্য করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।