খাদ্য অধিকার আইনের দাবীতে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং খাদ্য অধিকার আইনের দাবীতে নাটোরে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। খাদ্য অধিকার বাংলাদেশ নাটোর জেলা কমিটির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আফরোজা বেগম, ডিএম আলম, সাধারণ সম্পাদিকা রওশন আরা শ্যামলী, শ্যামা বসাক, দাউদ হোসেন টফি সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা না থাকার কারণে সমাজের দরিদ্র জনগোষ্ঠি ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে। সমাজের এই বৈষম্য দূর করতে খাদ্য অধিকার আইনের একান্ত প্রয়োজন। অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমে সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানের দাবী জানান তারা। পরে জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে এ সংক্রান্ত সুপারিশমালা সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।