বজ্রপাতে প্রাণ গেল নবম শ্রেণীর শিক্ষার্থীর

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ সহপাঠিদের সাথে ফুটবল খেলতে গিয়ে বর্জ্রপাত পড়ে প্রাণ গেল নাইম (১৫) নামের এক শিক্ষার্থীর। রোববার বিকেলে উপজেলার ডুংরিয়া শিবপুরে গ্রামের মাঠে ফুটবল খেলার সময় বর্জ্রপাত পড়লে ওই শিক্ষার্থী নিহত হন। সে উপজেলার সলফে গ্রামের বাবুল মিয়ার ছেলে। ’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র রোববার বিকেলে সহপাঠিদের সাথে ডুংরিয়া শিবপুর গ্রামের মাঠে ফুটবল খেলার সময় আকস্মিত তার ওপর বর্জ্রপাত পড়লে শরীরের অধিকাংশ স্থান ঝলসে যায়। পরে সন্ধায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।’
নাইমের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের সলফে হলেও সে ডুংরিয়ায় নানা বাড়িতে থেকে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে লেখাপড়া করতো।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বর্জ্রপাতের কারনে নাইমের মৃত্যুর বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।