
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা প্রেসক্লাবে রোববার নেত্রকোনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলার বিভিন্ন সমস্যা সরকারের দেশ ব্যাপী উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া ঝুমা তালুকদার সকালে বিশাল মোটর সাইকেল শোডাউন করে কলমাকান্দার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভা করেন। মরহুম সাংসদ জালাল উদ্দিন তালুকদারের সুযোগ্য উত্তরসুরী হিসাবে বাবার অসমাপ্ত কাজ সমূহ সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভায় সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী, উপজেলা যুবলীগ সভাপতি এড: মিজানুর রহমান সেলিম, যুবলীগ নেতা স্মরণ খান, মাসুদ কবীর সহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।