ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে হত্যা: নারীসহ গ্রেফতার ৩

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে নিয়ে নুরুল হক (৭০) নামের এক কৃষক প্রতিপক্ষের ছুলফির আঘাতে নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর নতুন পাড়ায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুবাজপুর নতুন পাড়া গ্রামের বৈষ্ণব করের জমিতে একই গ্রামের নুরুল হকের গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে প্রতিপক্ষের ছুলফির আঘাতে কৃষক নুরুল হক ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে সংঘর্ষে জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- উপজেলার কুবাজপুর নতুন পাড়ার সুভাষ করের ন্ত্রী শিবলী রানী কর, পাখি করের ন্ত্রী সীমা কর, ও বুদা করের ছেলে করুণা কর।জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, জমির ধান গরু খেয়ে ফেলার এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।