বিজয়পুর সীমান্তে বন্যহাতির বাচ্চা প্রসব

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাাপুরে বিজয়পুর-ভারত সীমান্তের ওপার থেকে আসা একদল হাতির মধ্যে একটি মা হাতির বাচ্চা প্রসবের খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে দেখা গেছে, ওই দিন ভোরে ভারত থেকে চলতি বোরো মৌসুমে বাংলাদেশ সীমান্তের ধানের জমিতে ধান খেতে আসা এক দল হাতি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার সময় বাংলাদেশের বিজয়পুর-ভারত সীমান্তে এক মা হাতি বাচ্চা প্রসব করে।
খবর পেয়ে ভারতের বন রক্ষি বাহিনী ও বাগমারা ক্যাম্পের বিএসএফ, বাচ্চা সহ মা হাতিটিকে ভারত সীমান্তে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ভারত ও বাংলাদেশের হাজারো জনতা হাতি ও হাতির বাচ্চাকে দেখার জন্য সীমান্তে ভিড় জমায়। বিজয়পুর সীমান্তের কোম্পানী কমান্ডার মি. শাজাহান বলেন, বোরো মৌসুমে প্রায় সময় ভারত থেকে হাতির দল আমাদের দেশে প্রবেশ করে। এ সময় আমরা সীমান্তে টহল জোরদার করি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।