হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লোকসান ৯ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৪তম বার্ষিক সদস্য সভায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর দপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও বার্ষিক প্রতিবেদনে জানা যায়, ২০১৬-২০১৭ অর্থ বছরে হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন-২০১৮ সম্পন্ন হয়েছে। এবং বিদ্যুৎ বিরতণ করে সমিতির লোকসান হয়েছে ৯ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮২৬ টাকা। এদিকে গত ২০১৫-২০১৬ অর্থ বছরে বিদ্যুৎ বিরতণ করে সমিতির লোকসান হয়েছে ১১ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৯১ টাকা। গতকাল শনিবার (৭ই মার্চ) সভার শুরুতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অবসর প্রাপ্ত মেজর জেনারেল মঈনউদ্দিন বাণী পাঠ করেন বিদ্যুতায়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর মোঃ আনোয়ার হোসেন আখন্দ, বার্ষিক প্রতিবেদন পাঠ করেন হপবিস জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, সমিতি বোর্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এডভোকেট ও কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতি বোর্ডের পরিচালক মোঃ নওরোজুল ইসলাম চৌধুরী, শেখ আজিজুল হক, সেলিম মিয়া, আব্দুল মতিন মাস্টার, মোঃ এখলাছুর রহমান, রফিকুল ইসলাম, কাজী আরিফ উল আম্বিয়া, শফিউল আলম, শফিকুর রহমান, খেলা চক্রবর্তী, সখিনা আক্তার, শাহ্ কামরুন্নাহার, সাবেক পরিচালক মোঃ শিহাব উদ্দিন চৌধুরী, সৈয়দ তোফাজ্জল হোসেন, খলিলুর রহমান, এডভোকেট জয়নাল আবেদী, ফারুক আহমেদ, মোঃ মূসা মিয়া প্রমূখ। সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সারা দেশের ন্যায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ বছরের জন্য ১৩ জনকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মনোনীত হবিগঞ্জ জেলার প্রত্যেক এলাকা নতুন পরিচালক নাম প্রকাশ ও বিদ্যুৎ গ্রাহকদের মাঝে বিভিন্ন পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিল্প শ্রেণীর সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রথম পুরস্কার দেন যমুনা গ্রুপের ফিচার পার্ক সিনিয়র জেনারেল ম্যানেজার এ,কে,এম কামাল। এছাড়া বিদ্যুৎ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গুলোতে পুরষ্কার বিতরণ করা হয়। এ বছরের গ্রাহক সদস্য রেজিস্ট্রেশন কুপন সংগ্রহ করে লটারীতে বিজয়ী গ্রাহকদের নি¤œমানের পুরস্কার প্রদান করা হয়েছে বলে অনেক গ্রাহকই সাংবাদিকদের কাছে অভিযোগ জানান। পরে সমিতি বোর্ডের নতুন পরিচালকদের ভোটে ১৩ জনের সভাপতি, সহ-সভাপতি, সচিব ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।