
নাটোর প্রতিনিধি: ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা :সবার জন্য সর্বত্র’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১০টার দিকে সদর হাসপাতাল চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ জাকির হোসেন সহ অন্যান্যরা। বক্তারা জনগনকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে সুস্বাস্থ্যের অধিকারী শ্রেষ্ঠ শিশুদের পুরস্কৃত করা হয়।