ছাতকে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে প্রথম শ্রেণীতে পড়ুয়া ৬ বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে নির্যাতনের অভিযোগে উপজেলার ভৈষাকান্দি বাহাদুরপুরের রফিকুল ইসলামের ছেলে ফয়জুল মিয়া (১৯) ’র নামে ভিকটিমের পিতা বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেছেন।’
ভিকটিমের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, ছাতকের ১নং ইসলামপুর ইউনিয়নের ভৈষাকান্দি বাহাদুরপুরের রফিকুল ইসলামের ছেলে ফয়জুল মিয়া বৃহস্পতিবার সকালে একই গ্রামের প্রতিবেশী ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ুয়া৬ বছরের শিশু কন্যাকে উঠানে খেলাধুলা করার সময় নিজ বাড়ির শোয়ার কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে জোর পুর্বক ওই শিশু কন্যাকে ফয়জুল যৌন নির্যাতন করে।’
ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান আতিক ঘটনার সত্যতা স্বীকার করে বললেন, এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার রাতে ফয়জুলকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।