ঈশ্বরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মো. আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর থেকে : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে বৃহস্পতিবার জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্বরাস্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফখরুল ইমাম এমপি। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা লালনের পাশাপাশি সহপাঠ্যক্রমেও উৎসাহিত হতে হবে। পূর্ণাঙ্গ মানুষ হতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীদের একদিন আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ে তোলবে।
চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে প্রভাষক মো. রুহুল আমিন ও সহকারী গ্রন্থাগারিক এরশাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মিসবাহ উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জি.ই.এম সামসাদ ফারুক, ঈশ্বরগঞ্জের অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মাওলা, তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, ঈশ্বরগঞ্জ জাতীয় পাটির উপদেষ্টা আতাউর রহমান, সহসভাপতি নূরুল ইসলাম সুরুজ, আব্দুল আলী ফকির, আব্দুল মোতালেব, আনোয়ারুল হাসান খান সেলিম, নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মানিক তালুকদার, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উচাখিলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, সোহাগী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, এসেট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, বিশ্বেশরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিম উদ্দিন, সাকোয়া আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন, খালেদিয়া মাদরাসার শিক্ষক মোশারফ হোসেন, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ফারুক, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরিফ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, স্বজন স্বপন, মো. ইয়াহিয়া, ঈশ্বরগঞ্জ যুব সংহতির সভাপতি আনোয়ার হোসেন আশিক, জাতীয় ছাত্রসমাজের সভাপতি এইচএম সারোয়ার। কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মো. মোহবত উল্লাহ, খেলাধুলা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক মো. গোলাম মোস্তফা। এছাড়াও বিভিন্ন পর্বে অংশ নেন চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক মো. রুহুল আমিন, মো. আলী হোসেন, মোছা. নুরজাহান বেগম, মো. আব্দুল মোতালিব, মো. আজাদুল আলম, দিলিপ চন্দ্র বিশ্বশর্মা, মো. জাহাঙ্গীর আলম, মো. ইলিয়াস হোসেন, মো. সারোয়ার হোসেন জুয়েল, মাহমুদা নাজনীন সুমি, সহকারী শিক্ষক ফারজানা ফেরদৌস, পারভীন জাহান, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান, এম.এ সিদ্দিকী, সহকারী গ্রন্থাগারিক এএসএম এরশাদ হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. জাকির হোসেন প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।