নাটোরে জেলা বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হলে আগামীতে নির্বাচনে যাবেনা তারা। মিথ্যা মামলায় এভাবে একজন দেশ নেত্রীকে কারাগারে বন্দি করে সরকার নির্বাচনে একক আধিপত্ত বিস্তারের যে নকশা তৈরী করেছে তা বিএনপি কোন ভাবেই মেনে নেবে না। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার জন্য দলের সকল নেতা-কর্মিকে একযোগে কাজ করার কথা জানানো হয়। শনিবার বেলা ১১ টার দিকে তিনি জেলা বিএনপির আয়োজনে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ে এক কর্মী সভায় এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী গোলাম মোর্শেদ, শহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুল হক সহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। সভায় অন্যান্য বক্তারা বলেন, পুলিশ তাদের কোন কর্মসুচি পালন করতে দিচ্ছেনা। কর্মসুচির আগেই দলীয় কার্যালয়ের সামনে পুলিশ দিয়ে ঘিরে রাখা হচ্ছে। এমনকি সরকার দলীয় নেতা-কর্মি দিয়ে তাদের নেতা-কর্মিদের ওপর হামলা চালানো হচ্ছে। রাতে তাদের কোন নেতা-কর্মিরা বাড়িতে ঘুমাতেও পারছেনা। পুলিশ প্রতিরাতেই নেতা-কর্মিদের বাড়ীতে গিয়ে তাদের হয়রানী করছে। কোন মামলা না থাকলেও আটকের পর মামলা দিয়ে তাদের কারাগারে প্রেরন করছে। তারা এসব সমস্যার সমাধান দাবী করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।