কেন্দুয়া বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া বজ্রপাতে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম, হাবুল মিয়া (৩৮) সে উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত চানফর আলীর ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের হাবুল মিয়া বিকেলে মাঠে গরু আনতে গেলে সেখানে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন চন্দ্র সরকার বলেন, হাবুল মিয়া তার ভাইকে সঙ্গে নিয়ে মাঠে গরু আনতে গিয়েছিল। সে সময় বজ্রপাতে ২ গরু সহ তার মৃত্য হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।