মদনে অগ্নিকান্ডে চার কৃষক পরিবারের বসতঘর পুড়ে ছাই

মদন প্রতিনিধি : মঙ্গলবার রাতে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪ কৃষক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৯লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, এই গ্রামের আব্দুল গণির বসত ঘরের বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে মূহুর্তের মধ্যে সহোদর ভাই হেলাল,সেলিম, ছালাম বসতঘর পুড়ে ছাই হয়ে ৯লাখ ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বুধবার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে একটি আবেদন করেন। খবর পেয়ে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান ঘটনা স্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।