কেন্দুয়ায় মোবাইলে দশ লাখ টাকা চাঁদা দাবী

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোবাইল ফোনে এক নারীর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবী করেছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। টাকা না দিলে বোমা মেরে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়াসহ ওই নারী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকীও দেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ওই নারী।
জানা গেছে, উপজেলার গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রামের আজিজুল হকের স্ত্রী সাবিনা ইয়ামিনের ব্যবহৃত মোবাইল নম্বরে গত বছরের ২০ নভেম্বর রাত ১০টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তার ০১৮৪১৭৬৫৪৬৫ নম্বর দিয়ে মোবাইল করে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। কিন্তু সাবিনা টাকা না দেওয়ায় ওই ব্যক্তি পুনরায় পরদিন রাত ৯টার দিকে আবারও মোবাইল করে দাবীকৃত চাঁদার টাকা দিতে বলে। এ সময় ওই ব্যক্তি সাবিনাকে হুমকী দেয় যে, টাকা না দিলে বোমা মেরে তাদের মেরে ফেলা হবে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হবে।
সাবিনা ইয়াসমিন জানান, মোবাইলে হমকীর পর থেকে আমরা খুবই আতংক ও নিরাপত্তাহীনতার মধ্যে আছি। হুমকীর ফলে আমরা ছেলে-মেয়েরা স্কুলে পর্যন্ত যেতে পারছে না।
জিডি’র তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানার এসআই নোমান জানান, অভিযুক্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরটি ট্রেকিং করার জন্য পাঠানো হয়েছে। পরিচয় পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।