কলমাকান্দার অপহৃত শিশু তাহমিনা সখিপুরে উদ্ধার

শেখ শামীম,কলমাকান্দা প্রতিনিধি: কলমাকান্দা উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী তাহমিনা আক্তার (১৪) অপহরণের ৪ দিনের মাথায় বুধবার টাঙ্গাইলের সখিপুর এলাকা থেকে উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।
বিবরণে জানাযায়, কলমাকান্দার রংছাতী ইউনিয়নের চৈতা গ্রামের মোঃ আবু তাহেরের স্কুল পড়–য়া কন্যা তাহমিনা আক্তার(১৪) কে গত ১এপ্রিল রোববার কলমাকান্দা থেকে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের মৃত হাজী রফিকুল ইসলামের পুত্র জহিরুল ইসলাম (২১)। এ বিষয়ে ভিকটিমের পিতা আবু তাহের পরদিন সোমবার কলমাকান্দা থানায় সাধারণ ডায়রী করেণ।এর সুত্রধরে কলমাকান্দা থানার এসআই মোঃ নজরুল ইসামের নেতৃত্বে পুলিশের একটি টিম টাঙ্গাইল জেলার সখিপুর এলাকা থেকে বুধবার অপহরণকারী জহিরুল কে সহ অপহৃত তাহমিনা আক্তারকে উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে কলমাকান্দা থানায় একটি অপহরণ মামলা হয়েছে যার নং ৪ তারিখ ৩/৪/১৮। উদ্ধার করা উভয়কেই আদালতে সোপর্দ করেছেন পুলিশ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।