বারহাট্টায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলা সদরে আসমা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩টি ঔষধের দোকান ও ৩টি মিষ্টির দোকানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন। নেত্রকোণা জেলার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ আলম এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলা সদরের আসমা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে আলাল উদ্দিনকে ৫ হাজার টাকা, ভজন কে ৩ হাজার টাকা ও অমলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে ওজনে কম দেওয়ার অপরাধে অধীর মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা বিমল মিষ্টির দোকান কে ৫ হাজার টাকা ইউসূফ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন নেত্রকোণা বাজার কর্মকর্তা আজমল হোসেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুস সালাম প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।