
স্টাফ রির্পোটার : দু’টি হত্যা মামলাসহ তিন মামলায় অভিযুক্ত হয়ে ইউপি চেয়ারম্যান পলাতক থাকার পর ভিজিডি’র চাল আত্বসাৎ মামলায় মঙ্গলবার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউপি চেয়ারম্যান মোঃ মুখলেছুর রহমান নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে জেলা ও দায়রা জজ রাশেদুজ্জামান রাজা’র আদালত।
মামলার বিবরণে জানাযায়, ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ১৫৫ জন ভিজিডি কার্ড ধারীর ২ মাসের স্বাক্ষর নিয়ে ১ মাসের চাল বিতরণ করেন। তাছাড়া একই বছরের ডিসেম্বর মাসে মেসার্স জনতা রাইস মিল থেকে ট্যাগ অফিসারের স্বাক্ষর ও ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে ৪.৬৫০ মে.টন চাল উত্তোলন করে বিক্রি করে। এঘটনায় ৪.৬৫০ মে.টন চাল প্রতি কেজি ৩৭.৮৪ টাকা হিসেবে ১,৭৫,৯৩৯.৪৪ টাকা আত্বসাৎ ও ১৫৫ জন ভিজিডি কার্ড ধারীর ১ মাসের চাল আত্বসাৎ এর অভিযোগে দন্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ দুদক স্পেশাল মোকদ্দমা নং ২৭/২০১৬ দাখিল করে। এছাড়াও উক্ত ইউনিয়নের ৭ ইউপি সদস্য এডিপি ২০১৬/১৭ অর্থবছরে প্রথম পর্যায়ে নলকূপ স্থাপনের ভূয়া প্রকল্প দেখিয়ে ১ লক্ষ ৫০ হাজার ও একই প্রকল্পের দ্বিতীয় প্রকল্পের ৯০ হাজার টাকা আত্বসাৎ এবং আসবাবপত্র ক্রয়ের ভূয়া প্রকল্প দেখিয়ে ১ লাখ ৮০ হাজার আত্বসাৎ করার অভিযোগ করেন।
২০১৭/১৮ অর্থবছরে এলজিএসপির প্রথম পর্যায়ের পনের লক্ষ ও দ্বিতীয় পর্যায়ে ষোলো লক্ষ টাকা সদস্যদের স্বাক্ষর জাল করে আত্বসাৎ করেন মর্মে অথিযোগ করেন ৭ ইউপি সদস্য।
এছাড়া তিনি নাগরিকদের সনদের বই ব্যক্তিগত ভাবে ছাপিয়ে সরকারী কোষাগারে না দিয়ে আত্বসাৎ করারও অভিযোগ রয়েছে।
এছাড়া তার নামে ২ টি হত্যার মামলা রয়েছে বলে জানান উক্ত ইউনিয়নের ৭ ইউপি সদস্য।
দীঘদিন ধরে তৃণমূল পর্যায়ে নাগরিকরা সেবা না পেয়ে এলাকাবাসী পালন করছে মানববন্ধনসহ নানান প্রতিবাদ। তাদের দাবী দ্রুত পদক্ষেপ নিয়ে অস্থায়ী দায়িত্ব দিয়ে জনগণের অধিকার নিশ্চিত করার। স্থানীয়দের দাবী ওই ইউনিয়ন পরিষদে পনেরো বছর ধরে কোনো চেয়ারম্যানই পরিষদে যান না নিজেদের বাড়িতে চেম্বার বানিয়ে কাযক্রম চালানোরও অভিযোগ রয়েছে।
পনেরো বছর ধরে মোহনগঞ্জ বড়তলী ইউনিয়ন পরিষদে যান না বিভিন্ন সময়ে নির্বাচিত কোনো জনপ্রতিনিধিই। এখন এই ভবনকে কোচিং সেন্টার হিসেবে ব্যবহার করছেন স্থানীয় এক যুবক। চেয়ারম্যানের কক্ষে স্থানীয় কয়েকজন শ্রমিক থাকছেন নিজেদের মতো করে। বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান দু’টি হত্যা মামলাসহ সরকারী রেশন আত্বসাতের মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার তাকে কারেগারে পাঠিয়েছেন আদালত। তৃণমূল পর্যায়ে ওই ইউনিয়নের নাগরিক অধিকার বঞ্চিতরা মানুষ দীর্ঘদিন সেবা না পেয়ে নেমেছেন আন্দোলনে। করেছে মানববন্ধন সহ নানান কর্মসূচী। তাদের দাবী জরুরী ভিত্তিতে নিয়মানুসারে অস্থায়ী দায়িত্ব দিয়ে জনগণের অধিকার নিশ্চিত করার।
সম্প্রতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় নাগরিক সনদ না পেয়ে চাকুরীতে আবেদন করতে পারছেন না অনেকেই।