খালিয়াজুরীতে জেলা প্রশাসকের মতবিনিময়

খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় সূধীজন, সাংবাদিক, গণ্যমাণ্যব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা পর্যায়ের কর্মরত কর্মকর্তাগণ, ঈমাম, শিক্ষকসহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ আকবরী, মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম, ওসি হযরত আলী, কৃষকলীগ সভাপতি তপন বাঙ্গালী, প্রেস ক্লাব সম্পাদক স্বাগত সরকার শুভ প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।