খালেদা জিয়ার মুক্তির দাবীতে নাটোরে বিএনপির লিফলেট বিতরন

নাটোর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নাটোরে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। সোমবার দুপুরে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন যানবাহন ও জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরও জামিন না দেওয়ায় তীব্র নিন্দা জানিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবী জানান বিএনপির নেতৃবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।