
কেন্দুয়া প্রতিনিধি: যাত্রা-নাটকে বিশেষ অবদান রাখায় নেত্রকোনা জেলা শিল্পকলা সম্মাননা ২০১৭ পেলেন কেন্দুয়ার নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস। গত শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নাট্যকার রাখাল বিশ্বাসের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা মেডেল, উত্তরীয়, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক তুলে দেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. খালিদ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী ও উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু। এদিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পাওয়ায় নাট্যকার রাখাল বিশ্বাসকে চর্চা সাহিত্য আড্ডা, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতি পাঠক চক্র, কেন্দুয়া প্রেসক্লাব ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। নাট্যকার রাখাল বিশ্বাস ১৯৬১ সালের ১৫ মার্চ কেন্দুয়া পৌর শহরের কান্দিউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে যাত্রা-নাটকের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এ পর্যন্ত তিনি সাড়ে ৩শরও বেশি মঞ্চে অভিনয় করেছেন এবং ২৫ টিরও বেশি নাটকের বই রচনা করেছেন। পেয়েছেন ময়মনসিংহ শিল্পকলা একাডেমি কর্তৃক নাট্যজন সম্মাননাও।